Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর নথি ফাঁস করে দিয়েছে।

বিবিসির খবরে হয়েছে, টেলিভিশন চ্যানেলটি ট্রাম্পের ২০০৫ সালের আয়কর বিররণী ফাঁস করেছে। ওই বিবরণিতে দেখা গেছে, সে বছর তিনি ১৫০ মিলিয়ন ডলারের বেশি আয়ের বিপরীতে ৩৮ মিলিয়ন ডলার আয়কর দিয়েছেন। অর্থাৎ তিনি যে পরিমাণ আয়কর দিয়েছেন সেটি তার মোট আয়ের ২৪ শতাংশ।

ওই টেলিভিশনটির খবরে বলা হয়েছে, তাদের দেশে উচ্চ আয়ের লোকজন গড়ে ২৭.৪ শতাংশ আয়কর দেন। সে হিসেবে ট্রাম্পের দেওয়া আয়কর কমই বলা হয়েছে।

এমএসএনবিসি নামের ওই টিভি নেটওয়ার্কটি ট্রাম্পের আয়কর বিবরণী থেকে দুই পাতা ফাঁস করেছে।

এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। কারণ নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, টেলিভিশন চ্যানেলটি নিজেদের খবরের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বেপরোয়া হয়ে গেছে। নিজেদের খবরের কাটতি বাড়াতে টেলিভিশন চ্যানেলটি আইনের তোয়াক্কা করছেন না বলেও হোয়াইট হাউজ মন্তব্য করেছে।

সেজন্য তারা এক দশক পুরনো আয়কর বিবরণীর দুই পাতা প্রকাশ করেছে বলে উল্লেখ করে হোয়াইট হাউজ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের আয়কর নথির দুই পাতা ফাঁস হবার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তার আয় সম্পর্কে এতদিন খুব কমই জানা গেছে।

আয়কর নথি ফাঁস হবার ফলে সম্পদের বিবরণ প্রকাশের জন্য ট্রাম্পের উপর চাপ বাড়বে বলে মনে করছেন তারা।

 

(ইউএম/ ১৫ মার্চ ২০১৭)