Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভু্ক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড ডাটা সেন্টার চালু করেছে। সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ‘স্টেট-অব-দ্যা-আর্ট’ আজ থেকেই কার্যক্রম শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউ, বনানীতে অবস্থিত এ সেন্টারটিতে আধুনিক সার্ভার কাঠামো, মাল্টিজোন ফায়ার প্রটেকশন সহ আরো অবকাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে। এ ডাটা সেন্টার নির্মাণে কোম্পানিটির ব্যয় হয়েছে ১২ কোটি ৮০ লাখ টাকা।

আর এতে বহুজাতিক কোম্পানি, ব্যাংক, টেলিকম কোম্পানি সহ অন্য কোম্পানিগুলো’র প্রয়োজনীয় চাহিদা এই ডাটা সেন্টারের মাধ্যমে পূরণ করা যাবে। আজ থেকেই আমরা নেটওয়ার্কের গ্রাহকেরা ডাটা সেন্টার থেকে সব সুযোগ সুবিধা পাবে। ডাটা সেন্টারটি অত্যন্ত নিরাপত্তা অত্যাধুনিক হওয়ায় আমরা নেটওয়ার্কের ব্যবসায়িক সুনাম এবং প্রবৃদ্ধি বাড়বে বলে কোম্পানির আশা প্রকাশ করা হয়েছে।

(এমআইআর/ এসএএম/ ২২ নভেম্বর ২০১৭)