Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স-২০১৭-এর মুকুট পেলেন আফ্রিকান সুন্দরী ডেমি-লেই নেল-পিটারস।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপের প্লানেট হলিউড ক্যাসিনো রিসোর্টের এক্সিস থিয়েটারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাকে এ বিজয়ে অভিষিক্ত করা হয়।

২২ বছর বয়সী নেল পিটার্স মিস ইউনিভার্সের মুকুটের সাথে পুরস্কার হিসেবে পেয়েছেন নিউ ইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

ডেমি-লেই নেল-পিটারসের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। জন্ম ১৯৯৫ সালে। সম্প্রতি পিটার্স বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন।

প্রতিযোগিতার এবারের বিজয়ীকে মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ফ্রান্সের আইরিশ মিত্তেনায়র। ফাইনাল অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্টিভ হার্ভে। কেবল সৌন্দর্য নয় নিজের মেধা এবং বুদ্ধি দিয়ে প্রথম থেকেই মিস ইউনিভার্স দর্শকদের মন কেড়ে নেন৷

২০১৭ সালের মিস ইউনিভার্সের ফার্স্ট রানার আপ হয়েছেন কলোম্বিয়ার লরা গনজালেজ এবং সেকেন্ট রানার আপ হয়েছেন জ্যামাইকার ডেভিনা বেনেট।

চূড়ান্ত পর্বের আগে প্রতিযোগীরা মুখোমুখি হয় মিস ইউনিভার্স প্রিলিমিনারি কম্পিটিশন ও ন্যাশনাল কস্টিউম পর্বে। সেখানে সুন্দরীরা সুসজ্জিত ছিলেন তাদের নিজ দেশের জাতীয় পোশাকে। এবারের আসরের প্রতিযোগীদের বয়স ছিল ১৮-২৯ বছর।

এবারই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লেখায় কম্বোডিয়া ও নেপাল। ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার লংবিচে এ প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।

(এসএএম/ ২৭ নভেম্বর ২০১৭)