Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর জি। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে এক জরুরি সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আজ থেকে সেবাটি পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি)। গ্রাহকরা এখন ২০ এমবিপিএস সুবিধা পাবেন।

এর আগে সকালে বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সংগঠন টিআরএনবি’র নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময় কালে (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, সম্প্রতি ফোর জির সংশোধিত নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এতে প্রযুক্তি নিরপেক্ষ তরঙ্গ ব্যবহার মূল্য কমানো হয়েছে।

তিনি আরো বলেন, ন্যূনতম ১০০ এমবিপিএস স্পিডের পরিবর্তে ২০ এমবিপিএস হলেই ফোর জি হিসেবে চিহ্নিত হবে। এছাড়া যেসব তরঙ্গের টেকনিউট্রালিটি নেওয়া হবে, সেসব তরঙ্গ দিয়ে অপারেটররা ফোর জি, থ্রিজি, টুজিসহ সব সেবা প্রদান করতে পারবেন।

(এমআইআর/ ২৯ নভেম্বর ২০১৭)