Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 08:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আবুল বাশার বাচ্চু: ১৯৭১’ সালের ০২ ডিসেম্বর নরসিংদীর শিবপুরের পুটিয়ার ঘোড়াতলা এলাকায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ শিবপুরসহ নরসিংদীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প তাদের আত্মসমর্থনের মধ্যদিয়ে শিবপুর হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং  পাক হানাদার বাহিনী সাথে মুক্তিযোদ্ধাদের সফল সম্মুখ যুদ্ধ।

তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমাধীন শিবপুর থানা পূর্ব থেকেই ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা। বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারন্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখে ছিল তটস্ত।

দেশের সকল এলাকার  মতো নরসিংদী জেলা শিবপুর থানায়ও ডিসেম্বর মাসে পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমন তীব্রতর হয়। ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ফটিক মাস্টারের নেতৃত্বে বেঙ্গল রেজিমেন্ট সম্মিলিত এফ. এফ ৬২ জনের গ্র“প কমান্ডার সাদেকুর রহমান সরকারের নেতৃত্বে ভোর ৪টায় পাকবাহিনী পুটিয়া সংলগ্ন ঘোড়াতলা ক্যাম্পে চুর্তুমুখী আক্রমন চালায়। সাদেকুর রহমান সরকারের নেতৃত্বে ১৮/২০ জনের একটি গ্রুপ সৈয়দনগর থেকে , মজনু মৃধার নেতৃত্বে অপর ৪০/৪৫ জনের একটি গ্রপ নোয়াদিয়া থেকে, আব্দুল মান্নান মাস্টারে নেতৃত্বে ২৫/২৬জনের একটি গ্রুপ চন্দনদিয়া থেকে এবং  ২০/২২ জনের আর একটি গ্রুপ ঘাসিদিয়া থেকে পুটিয়া ঘোড়াতলা এসে একত্রিত হয়ে ৪ টি গ্রুপ স্ব স্ব অবস্থানে থেকে পাক বাহিনীকে উদ্দেশ্য করে চুর্তুদিক থেকে গোলাবর্ষন শুরু করে। পাক বাহিনীরাও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। পুরো পুটিয়া এলাকা রণক্ষেত্রে পরিনিত হয়। মুক্তিযোদ্ধের স্মৃতিচারন করতে গিয়ে সেই দিনের সেই সম্মুখ যুদ্ধে অংশ নেয়া দেশের বীর সেনা আবুল বাশার বাচ্চু এ কথা গুলো বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে পড়ে।

তিনি জানান,  সেই দিনের সেই স্মৃতি তার মন থেকে কখনো মুছে যাবেনা। সেদিনের কথা মনে হলে রক্ত আজো টকবগিয়ে উঠে। সেই যুদ্ধে আমরা পাক বাহিনীর ক্যাম্প দখল করে নেয়ার পর আবেগে আত্মহারা হয়ে পড়ি পাশাপাশি শোকাহত হই আমোদের সাথে কাদে কাদ মিলিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেকুর রহমান সরকার ও সহ যোদ্ধা মিয়ার উদ্দিন। তিনি আরো জানান, সেদিনের সেই যুদ্ধে কমান্ডার সাদেকুর রহমানের ভুমিকাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দিক্বিদিক জ্ঞান শূণ্য হয়ে রাইফেল হাতে নিয়ে পাক বাহিনীকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে ছুড়তে সম্মুখ পানে এগিয়ে যান। একসময় ঘাতকের একটি বুলেট এসে বিদ্ধ হয় তার বুকে। তিনি তবু পিছু হটেননি এ অবস্থাতেই গুলি ছুড়তে থাকে পাক বাহিনীর দিকে। এক সময় রক্তক্ষরণ হতে হতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শুধু তিনি নন যুদ্ধ চলাকালীন সময়ে মিয়ারও উদ্দিন শত্র“ পক্ষের গুলিতে নিহত হন। এদিকে আমাদের চুতুর্মুখি আক্রমনের ফলে পাক বাহিনী দিশেহারা হয়ে উঠে। এসময় মুক্তিযোদ্ধাদের গুলিতে পাক বাহিনীর মেজরসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়। এক সময় প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প। যুদ্ধে আমরা জয়ী হলাম কিন্তু এ যুদ্ধে হারালাম দুই সহযোদ্ধা  এফ.এফ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেকুর রহমান সরকার ও সহ যোদ্ধা মিয়ার উদ্দিনকে ।

তিনি জানান, এই দিনটিকে স্মরণ করে এলাকাবাসীসহ শহীদদের পরিবারের সদস্যরা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ ও দোয়া আয়োজন করে।

তবে আশার বাণী এই যে, ১৯৯৯ সালের ২২ নভেম্বর  শহীদ সাদেক ও মিয়ার উদ্দিনের নামে শিবপুরের একটি সড়কের নামকরণ করা হয় এবং তা উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মো: নূরুজ্জামান ভূঁইয়া।

লেখক:  আবুল বাশার বাচ্চু, ১৯৭১ সালের রনাঙ্গনের সম্মুখ যোদ্ধা।

সংকুলান: মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী।

(এসএইচআর/ এসএএম/ ১১ ডিসেম্বর ২০১৭)