Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭’ তে  টানা দ্বিতীয়বারের মতো অফিসিয়াল ইন্টারনেট পার্টনার হিসেবে অংশ নিয়েছে ‘আমরা’।

ব্যবসা-বাণিজ্যভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ‘অর্থসূচক ডট কম’ এর আয়োজনে তিনদিনের এই মেলা গত ৭ থেকে ৯ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনে ‘আমরা’ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৭’ উদ্বোধন করেন।  ‘আমরা কোম্পানিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ মেলায় আয়োজিত একটি সেমিনারে বক্তা হিসেবে অংশ নেন।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এই মেলায় অংশ নেয়। বিজ্ঞপ্তি।

(এমআইআর/এসএএম/ ১৪ ডিসেম্বর ২০১৭)