বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ধার-দেনা করে পুঁজিবাজারে বিনিয়োগের দরকার নেই। কিছু উদ্বৃত্ত থাকলে তা বিনিয়োগে খাটানো যেতে পারে। লোভে পড়ে ঋণ নিয়ে এখানে বিনিয়োগ নয়। ঋণ যত কম থাকবে, ততই মঙ্গল।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মাহবুবুল আলম আজ শনিবার সন্ধ্যায় খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এসব পরামর্শ দেন।
বিনিয়োগ সংক্রান্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএসইসি। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক রেজাউল করিম, উপ-পরিচালক লুতফুল কবিরসহ ৭ সদস্যের দল।
বিনিয়োগকারীদেরকে জেনে শুনে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে মাহবুবুল আলম বলেন, বাজার সম্পর্কে ধারণা নিয়ে এ ব্যবসায় আসা উচিত।
তিনি জানান, বাজারের স্থিতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নতুন নতুন আইন প্রণয়ন করছে।
খুলনা প্রসঙ্গে মাহবুবুল আলম বলেন, দেশের অর্থনীতিতে খুলনার বড় ধরণের অবদান রয়েছে। স্হানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা এগিয়ে এসে পুঁজিবাজারে বিনিয়োগ করলে বাজার আরও গতিশীল হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধস পরবর্তী পুঁজিবাজারে বিনিয়োগ ও ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হওয়া বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এ জন্য ৯০০ কোটি টাকার প্রণোদনাও দেওয়া হয়।
সাংবাদিকদের মাহবুবুল আলম জানান, প্রধানমন্ত্রী গত ৮ জানুয়ারি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন। এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিএসইসি দেশের সকল বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স আয়োজন করছে। এর অংশ হিসেবে সর্বপ্রথম কনফারেন্সটি আগামী ৭ এপ্রিল খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হবে।
কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ওই কনফারেন্সের উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে যাওয়া এই কনফারেন্স দুইটি সেশনে বিভক্ত থাকবে। প্রথম সেশনটি বিনিয়োগকারীদের জন্য (সকাল ৯:৩০ – বেলা ১২:০০) এবং দ্বিতীয় সেশনটি স্হানীয় উদ্যাক্তাদের (দুপুর ৩:০০ – বিকাল ৫:০০) জন্য। খুলনার স্হানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সম্পর্কে ধারণা প্রদান করা এবং স্হানীয় উদ্যোক্তাদের পুঁজিবাজার হতে পুঁজি উত্তোলন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞানার্জনে সহায়তা করার লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
ওইদিন একই স্হানে বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ১৮-২০টি স্টল থাকবে। এ বিষয়ে ৬ এপ্রিল সংবাদ সম্মেলন করা হবে।
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম হাবিব।
(এসএএম/ ১৯ মার্চ ২০১৭)