Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের ই-কমার্স ব্যবসায়িদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে শমী কায়সার সভাপতি এবং আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দুই বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নাম সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী সপ্তাহ থেকে নতুন কমিটির কাযকর্ম শুরু হবে।

এছাড়া সহ-সভাপতি পদে রেজাওয়ানুল হক জামী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল হক, , যুগ্ম-সম্পাদক পদে নাছিমা আক্তার (নিশা) এবং পরিচালক পদে রাজীব আহমেদ, আশীষ চক্রবর্তী ও মোঃ সাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালে যাত্রা শুরু করা ই-ক্যাবের বর্তমান সদস্য কোম্পানির সংখ্যা ৭০০ এর অধিক।

নির্বাচনের তফশীল অনুযায়ী নির্বাচন পরিচালনা এবং ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের সভাপতি মোস্তফা জব্বার, সদস্য কামরুল ইসলাম এবং মোহাম্মদ ইকবাল জামাল।

(এসএএম/ ০২ জানুয়ারি ২০১৭)