Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 20:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আমাদের দেশের পুঁজিবাজারে সদ্য সমাপ্ত বছরে বাজার মূলধন ও জিডিপির (মোট দেশজ উৎপাদন) রেশিও দাড়িয়েছে ২১ শতাংশ। বিশ্বের  বেশিরভাগ দেশেই এটি ৭০ থেকে ১০০-এর ওপরে রয়েছে।  আমাদের পুঁজিবাজারকে এ অবস্থানে আনতে হলে চলতি ২০১৮ সালের মধ্যেই আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

তাদের মতে, পুঁজিবাজারকে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে নিয়ে যেতে ২০১৮ সালে ন্যূনতম চারটি ভালো ইস্যু আনতে হবে। এর মধ্যে একটি বহুজাতিক, একটি সরকারি এবং ওষুধ ও সিমেন্ট খাতের দুটি করে মোট চারটি ভালো কোম্পানি বাজারে আনা খুবই জরুরি।

গত বছর আর্থিক খাত খুবই ভালো করেছে। এ খাতে যারা জানুয়ারিতে বিনিয়োগ করেছিল তারা অনেকেই জুন-জুলাইয়ে ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মুনাফা করতে পেরেছে। সবকিছু বিবেচনায় ২০১৭ সালে বাজার অনেকটাই ইতিবাচক ছিল।

গত বছর পুঁজিবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হয়েছে। আর সংস্থাটি ‘এ’ ক্যাটেগরি ধরে রাখতে ইতোমধ্যে পুঁজিবাজারের বেশ কিছু সংস্কার করেছে। সামনে আরও অনেক সংশোধন কার্যক্রম রয়েছে। তবে একটি সংশোধন জরুরি। আর তা হচ্ছে, আমরা ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ করেছি কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজতে ব্যর্থ হয়েছি। আর এর বড় কারণ হচ্ছে, ডিমিউচুয়ালাইজেশন স্টক এক্সচেঞ্জে যারা বসে আছেন তাদের প্রকৃতপক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতি কোনো মায়া নেই। সারা পৃথিবীতে ডিমিউচুয়ালাইজেশন করা হয় নিরপেক্ষতা বজায় রাখার জন্য। তাই স্ট্র্যাটেজিক পার্টনার নির্বাচনই ২০১৮ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা।

এদিকে ৩১ ডিসেম্বর ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থবছরের পরিসমাপ্তি হয়েছে। তারা তাদের বার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করেছে। সব ব্যাংকই কিন্তু খুব ভালো মুনাফা করেছে। তারপরও বছর শুরুর প্রথম দিনে বাজারে তার প্রতিফলন আসেনি। এর কারণ হতে পারে সব বিনিয়োগকারী এখনও বাজারে সেভাবে ফেরেনি। পাশাপাশি ব্যাংক খাতে গত বছর যে অরাজকতা হয়েছে তাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে একটু সময় লাগবে। এছাড়া ২০১৭ সালে রেগুলেটেড ট্রেডিং (সার্কুলার বা কমিটেড ট্রেডিং) নিয়ন্ত্রক সংস্থা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। রেগুলেটেড ট্রেডিং পুঁজিবাজারের জন্য খুবই খারাপ বিষয়। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বিনিয়োগের আগে শেয়ারপ্রতি সম্পদ এবং এর লভ্যাংশ দেওয়ার ইতিহাস কেমন তা দেখা উচিত। আর এসব বিবেচনা করে যদি সঠিকভাবে শেয়ার সংগ্রহ করা যায় তাহলে দীর্ঘ ও স্বল্পমেয়াদি উভয় ধরনের বিনিয়োগে লাভ করা সম্ভব হবে। আর এ জন্য অধিক দরে শেয়ার কেনা থেকে বিরত থাকতে হবে।

যাই হোক, সদ্য শুরু হওয়া ২০১৮ সালটি পুঁজিবাজারের জন্য সুফল বয়ে আনুক এটিই হউক আমাদের প্রত্যাশা।

(বিনিয়োগবার্তা/০২ জানুয়ারি ২০১৭)