বিনিয়োগবার্তা ডেস্ক: শততম টেস্ট জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যটা মাত্র ১৯১ রানের। তামিম ইকবাল ও সাব্বির রহমানের ব্যাটে দ্বিতীয় সেশনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১২০ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৭৪ ও সাব্বির ৩৫ রানে ব্যাট করছেন। এটি তামিমের ২২তম হাফ সেঞ্চুরি।
এর আগে লাঞ্চের আগে হেরাথের দুই বলে দুই উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় মুশফিকের দল। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথটা প্রশস্ত করছেন তামিম-সাব্বির।
২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। হেরাথের বলে এগিয়ে এসে উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। পরের বলেই ইমরুল কায়েসকে স্লিপে গুনারত্নের তালুবন্দি করান লঙ্কান অধিনায়ক।
এর আগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের ৩১৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। আজ পঞ্চম দিনে ব্যাট হাতে মাঠে নেমে দিনের প্রথম এক ঘণ্টা বাংলাদেশের বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন শ্রীলঙ্কার লোয়ার অর্ডারের ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমল। অবশেষে রানআউট হয়ে ফিরছেন পেরেরা। অর্ধশত পূর্ণ হওয়ার পরপরই রানআউট হন পেরেরা।
দিলরুয়ান পেরেরা আউট হওয়ার পর বেশিক্ষণ টেকেননি লাকমলও। সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন লাকমল। ৪২ রান করেন এই পেসার।
এর আগে আজ সকালে ব্যাট হাতে নামার সময় ২ উইকেট হাতে রেখে লঙ্কানদের লিডটা ছিল ১৩৯ রানের। ২ উইকেট নিয়ে আজ আরো ৫১ রান যোগ করে স্বাগতিকরা।
শনিবার টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতির আগপর্যন্ত ভালো অবস্থায় ছিল শ্রীলঙ্কা। একটা সময় এক উইকেটে ১৪০ ছিল লঙ্কানদের স্কোর। তবে লাঞ্চ থেকে ফিরেই দিনটা বাংলাদেশের করে নেন মুস্তাফিজুর রহমান। পরপর তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের বিপদে ফেলে দেন শ্রীলঙ্কাকে। এরপর বাংলাদেশের প্রধান বাধা সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ১২৬ রান করেন করুনারত্নে।
এরপর হেরাথ আউট হলে জয়ের সুবাস পেতে থাকে মুশফিকের দল। তবে সুরঙ্গা লাকমল ও দিলরুয়ান পেরেরার অদ্যম মানসিকতায় শেষ পর্যন্ত কিছুটা হলেও লড়াইয়ে টিকে আছে স্বাগতিকরা। বাংলাদেশের সামনে লক্ষ্য যে আরো বড় হবে, সেটা তো বলা বাহুল্য। তবে আজ সকালের সেশনে বাকি দুটি উইকেট তুলে নিতে পারলে ঐতিহাসিক শততম টেস্টে বাংলাদেশের জয়টা খুবই সম্ভব।
(এমআইআর/ ১৯ মার্চ ২০১৭)