বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার। বৃহস্পতিবার ভোর ৬টায় রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি … রাজিউন)।
সিরাজ হায়দারের বড় ছেলে নাট্যনির্মাতা লেলিন হায়দার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই বাবার জন্য দোয়া করবেন।
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে আজ বাদ জোহর এফডিসিতে নেয়া হবে সিরাজ হায়দারের মরদেহ।
সিরাজ হায়দার অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে। ১৯৬২ সালে ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার শুরু। দীর্ঘ ৫৫ বছরের অভিনয় জীবনে তিনি যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন।
অভিনয় জীবনে ৪০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ১৯৭২ সালে সহকারী পরিচালক হিসেবে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। রুপালি পর্দার পাশাপাশি মঞ্চেও সমানভাবে অভিনয় করেছেন সিরাজ হায়দার।
মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেক নাটকের নির্দেশনা দেন।
ব্যক্তিগত জীবনে সিরাজ হায়দারের স্ত্রী মিনা হায়দারও একজন অভিনেত্রী। তার জন্ম ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি ফরিদপুরে মামার বাড়িতে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দরগাওয়ে।
(আরআর/১১ জানুয়ারী ২০১৮)