বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং প্রতিষ্ঠানটির একটি প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ইয়োকোগায়া লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
জিটিসিএল হেড অফিস কমপ্লেক্সে সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলালিংকের চিফ বিটু্বি অফিসার চৌকরি বারঘোউট, ইয়োকোগায়া লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার রবি শঙ্কর এবং জিটিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে জিটিসিএল ওই প্রকল্পে যোগাযোগের জন্য বাংলালিংকের ডেটা সিম ব্যবহার করবে। -বিজ্ঞপ্তি।
(এসএএম/ ১৪ জানুয়ারি ২০১৮)