Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 01:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সময়টা ভালোই কাটছে বাংলাদেশ ও সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম জয়ের রেশটা এখনো কাটেনি। জয়ের নায়ক সাকিবের সেঞ্চুরি আর ম্যাচে ছয় উইকেট নেওয়ার স্বাদটা এখনো তাজা, পেয়েছেন সিরিজে সেরার পুরস্কারটিও। আর এরই মধ্যে আরেকটা দারুণ খবর শুনলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডারটি। ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে টেস্টের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি কেড়ে নিলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন এবার টেস্টের জায়গাটা পুনরুদ্ধার করায় আবার পুরোনো সাম্রাজ্য ফিরে পেলেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হতাশাজনক পারফর্ম করায় রবীন্দ্র জাদেজার কাছে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি হারিয়ে ফেলেন সাকিব। তবে সপ্তাহ না পেরোতেই পুরনো দুর্গ ফিরে পেলেন তিনি। কলম্বো টেস্টে সেঞ্চুরিসহ ছয় উইকেট নিয়ে তিন বিভাগেই সেরা অলরাউন্ডারের আসনে বসলেন সাকিব। কেবল তাই নয় অশ্বিনের সঙ্গে ব্যবধানটাও অনেক বাড়িয়ে নিয়েছেন তিনি। টেস্টে সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১। সাকিবের চেয়ে ২৪ পয়েন্টে পিছিয়ে আছেন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৭।

এর আগেই ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানটি সাকিবের দখলে ছিল। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৭। দুইয়ে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩৪৯ রেটিং পয়েন্ট রয়েছে আফগান তারকার দখলে। তিনে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

টি-টোয়েন্টিতে অবশ্য জায়গাটা ততটা সুসংসহ নয়। এখানে সাকিবের কাধে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সাকিবের সংগ্রহ যেখানে ৩৪৬ রেটিং পয়েন্ট, তিন পয়েন্টের ব্যবধানে দুইয়ে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪৩ পয়েন্ট।

(এমআইআর/ ২১ মার্চ ২০১৭)