প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর’২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।
সোমবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। এর আগের বছরে একই সময়ে ছিল ১ টাকা ৭৬ পয়সা। আর এই সময়ে কোম্পানিটির রেস্টেটেড ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা; যা আগে রেস্টেটেড ছিল ১ টাকা ২৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাড়িয়েছে ৩০ টাকা ৮৩ পয়সা। আগের বছরের এই সময়ে যা ছিল ২৬ টাকা ৮৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির রেস্টেটেড এনএভিপিএস হয়েছে ৩০ টাকা ৮৩ পয়সা; আগে যা রেস্টেটেড ইপিএস ছিল ১৯ টাকা ২৬ পয়সা।
এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে দশমিক শূন্য ২ টাকা; আগে যা ছিল ৩ টাকা ১৩ পয়সা।
(এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৮)