প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীনফোন লিমিটেড। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১০৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সবমিলিয়ে গ্রামীনফোন বিনিয়োগকারীদের জন্য মোট ২০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলো।
সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০.৩১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪২.৭৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৬.০১ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা,হল-২, খিলখেত,ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
(এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৮)