বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘অ্যানালিস্ট কর্ণার’ নামক স্টল নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত পুঁজিবাজার মেলায় অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
এ কর্নারে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য ফ্রি সেমিনারের আয়োজন করছে। এসব সেমিনারে প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীরা বিনিয়োগের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা দিচ্ছে।অ্যানালিস্ট কর্ণারে একটি সেমিনার শেষ হতে না হতেই পরিপূর্ণ হয়ে যাচ্ছে পরের সেমিনারের উপস্থিতি।
মেলার প্রথম দিন অ্যানালিস্ট কর্ণারের উদ্বোধন করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান। এর পর থেকেই প্রতি ২ ঘন্টা পর পর এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
অ্যানালিস্ট কর্ণারে প্রক্ষিক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির রিসার্স বিভাগের প্রধান খন্দকার সাফওয়াদ সাদ, রিসার্সের ডেপুটি হেড আয়াজ আহমেদ খান, অ্যাসোসিয়েট কাজী রকিবুল হক ও এস এম সামিউজ্জামান।
প্রতিষ্ঠানটির আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কাজী মনসুরুল হক বলেন, এই মেলাতে ব্র্যাক ইপিএলের অ্যানালিস্ট কর্ণারে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা, পুঁজিবাজারের বিভিন্ন খাতের অবস্থা, দীর্ঘ মেয়াদে বিনিয়োগের উপকারিতা, কৌশল এবং সুফল, পুঁজিবাজারের ভবিষ্যত সম্ভাবনা ও বিনিয়োগের বিভিন্ন দিক, ঝুঁকি এবং ঝুঁকি মোকাবেলার কৌশল।
তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে বুদ্ধি মত্তার বিকল্প নেই। এই বুদ্ধি মত্তার জন্য জানতে হবে। আর এই জানার প্রতি উদ্বুদ্ধ করতে ব্র্যাক ইপিএলের নতুন এই আয়োজন। আমরা এই অ্যানালিস্ট কর্ণারে ব্যাপক সাড়া পাচ্ছি।
এই সেমিনারে প্রবেশ করার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে ব্র্যাক ইপিএলের স্টলে যোগাযোগ করেত হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত এ মেলা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
(এসএএম/ ০২ ফেব্রুয়ারি ২০১৮)