বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বলিউডে নতুন নায়িকাদের মধ্যে অন্যতম দিশা পাটানি।
‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন তিনি। বর্তমানে বলিউড নির্মাতা করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে তার বিপরীতে রয়েছেন প্রেমিক টাইগার শ্রফ।
সম্প্রতি নিউজ ১৮ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল দিশার শৈশবের একটি ছবির সঙ্গে বর্তমানের ছবি সংযুক্ত করে লিখে, দেখুন একসময়ের ‘কুৎসিত’ দিশা কতোটা বদলে গিয়েছে।
আর যা হওয়ায় তাই, সেই লেখাটি নজরে আসতেই রেগে আগুন হয়ে যান দিশা পাটানি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ছবির স্ক্রিনশর্ট দিয়ে দিশা লিখেছেন, আপনারা একদম সঠিক। সপ্তম শ্রেণিতে পড়ার সময় আমার উচিত ছিলো সুন্দর একটি গাউন পরে ও মেকআপ করে স্কুলে যাওয়া। সত্যিই আমি খুব ‘কুৎসিত’ বাচ্চা ছিলাম। তাই আমি লজ্জিত, তবে আপনারা এর চেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পেলেন না দেখে আরো অবাক হলাম।
(এম এস/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)