Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বলিউডের ব্যবসা সফল সিক্যুয়েলগুলোর মধ্যে অন্যতম ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো। শোধ-প্রতিশোধের দৌড়ে কে কার চেয়ে এগিয়ে তা নিয়ে মূলত ‘রেস’ ছবির কাহিনী।

হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, ‘রেস’ ও ‘রেস টু’-তে মূল চরিত্রে সাঈফ আলী খানকে দেখা গেলেও ‘রেস থ্রি’-তে দেখা যাবে ‘ভাইজান’ সালমান খানকে। সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ।

গত ৩ ফেব্রুয়ারি, ‘রেস থ্রি’ ছবির পরিচালক রেমো ডি’সুজা তার টুইটারে একটি পোস্ট দেন। ‘ইট’স র‍্যাপ # মুম্বাইসিডিউল#রেস থ্রি # রেসটুফিনিস’ নামের এ পোস্টে তিনি ‘রেস থ্রি’ ছবির এক দৃশ্যের ছবি প্রকাশ করেন। ছবিটিতে সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজকে মুখোমুখি দেখা যায়।

সালমান খানও তার টুইটার অ্যাকাউন্ট থেকে ‘…রেস থ্রি বিগিনস’ পোস্ট দিয়ে ছবিটি শেয়ার করেন। ‘রেস থ্রি’ ছবিতে সালমান খানের সাথে আরো দেখা যাবে ববি দেওল, সাকিব সেলিম, পুজা হেগড, ডেইজি শাহ ও অনিল কাপুরকে। জানা গেছে, চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।

(এম এস/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)