Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ‘মিথোজীবী’ নামে বিশেষ টেলিফিল্ম নিয়ে আসছেন ড. মইনুল খান। যাতে দেখানো হয়েছে ভালোবাসার চেয়ে তা টিকিয়ে রাখার ক্ষেত্রে পদে পদে কি চ্যালেঞ্জ রয়েছে।

ড. মইনুল খান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। এর আগে মইনুল খানের তুখোর গোয়েন্দা কাহিনী নিয়ে নির্মিত কাইল্লা চোরা, স্বর্ণমানব দর্শক নন্দিত হয়েছে।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। যার গল্প ও সার্বিক নির্দেশনা দিয়েছেন ড. মইনুল খান। এর চিত্রনাট্য রয়েছেন জিনাত হাকিম, পরিচালনা করেছেন আজিজুল হাকিম। অভিনয় করেছেন সোহানা সাবা, মৌটুসি বিশ্বাস, মীর সাব্বির, সাজু খাদেম, স্নিগ্ধা, খালিদ মাহমুদ প্রমুখ।

‘মিথোজীবী’র নাটকে দেখা যাবে, দুই মেরুর দুই দম্পতি। এক দম্পতির একজন অন্য জনকে বুঝতে অক্ষম। পারস্পারিক সমঝোতার অভাব। অন্য দম্পতিরও একই অবস্থা। অথচ দুজনেই সঠিক। ভিন্ন প্রেক্ষাপটে তারা উভয়ে ভালেবাসায় টইটুম্বুর। তারা বুঝতে পারে, পরিপূরকতা যেকোনো ভালোবাসার পূর্ব শর্ত।

নির্ভরতায় ভালোবাসা জাগে, ভালোবাসা বেঁচে থাকে। এই গল্পের মাধ্যমে যেকোনো সম্পর্কের ক্রাইসিস বুঝা ও তা মোকাবিলায় উপাদান জোগাবে। নির্ভরতা ব্যাতিরেকে সংসার হতে পারে, মনের মতো সম্পর্ক হয় কি? ভালোবাসায় কেন টানপোড়েন সৃষ্টি হয়? ভালোবাসা দিবসে পরিপূরকের জায়গাটা খুঁজতে হলে মিথোজীবী দেখতে হবে।

মইনুল খান ১৯৯৪ সালে শুল্ক ও ভ্যাট বিভাগে যোগদান করেন। বিষয়ভিত্তিক লেখার পাশাপাশি ভ্রমণ কাহিনী ও ছোট গল্প লিখেন তিনি। জাগৃতি প্রকাশনী থেকে তার লেখা ‘পুরুষের চল্লিষা’ ও ‘গুডাই সিডনি’ প্রকাশিত হয়েছে।

(এম এস/ ১২ ফেব্রুয়ারি ২০১৮)