Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্তদের প্রদান করা হলো ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’।

বুধবার (২২ মার্চ) সকালে মোট ২৩৩ বেধাবীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক ও সনদ তুলে দেন। ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেয়া হয়েছে। এ বছরই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবীকে এ পদক দেয়া হলো।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেধাবীদের হাতে এ স্বর্ণপদক ও সনদ তুলে দেয়া হয়।

এই পদকপ্রাপ্তরা ২০১৩ ও ২০১৪ সালে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ পেয়েছিলেন।

পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার এই মাসে দেশের কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে পেরে আমি গৌরব বোধ করছি। বিশ্ব আজ এগিয়ে চলেছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে চলবে এটাই আমাদের প্রত্যাশা।

(এমআইআর/ ২২ মার্চ ২০১৭)