Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি আর. এন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির এ সভা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।

সূত্র জানায়, সভায় কোম্পানির বিগত ৪ বছরের (৩১ ডিসেম্বর, ২০১২,২০১৩,২০১৪ ও ৩০ জুন, ২০১৬) স্থগিত এজিএমের তারিখ নির্ধারণ করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

উল্লেখ্য, আর.এন স্পিনিং রাইট শেয়ার সংক্রান্ত মামলার কারণে গত ৪ বছর বিনিয়োগকারদের কোনো লভ্যাংশ দেয়নি। তাই কোম্পানিটিকে ৪ বছরের এজিএম একসাথে করতে হবে।

গতকাল উচ্চ আদালত কোম্পানিটিকে আগামী ৩১ মার্চের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশনার পরেই কোম্পানিটি আজ বোর্ড সভার তারিখ ঘোষণা করল।

(এসএএম/ ১৫ ফেব্রুয়ারি ২০১৭)