Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের তথ্য-প্রযুক্তি বা আইসিটি খাতকে প্রধান্য দিয়ে কাজ করছে সরকার। ফলে এ খাত অনেক দূর এগিয়েছে। আইসিটি খাতকে আরো এগিয়ে নিতে হবে। উন্নত দেশের মতো আমরাও যদি আইসিটি সিটি বা নির্দিষ্ট এরিয়া তৈরি করতে পারি, তাহলে এ খাত আরো বেগবান হবে।

ডিজাইনিং দ্য ফিউচার  শ্লোগান নিয়ে ‘বেসিস সফটএক্সপো ২০১৮’ উদ্বোধনকালে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এক্সপো চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।  এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী  মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বেসিস সফটএক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাতের অগ্রগতির সাক্ষ্য বহন করছে বেসিস সফটএক্সপো। এই সফটএক্সপোর মাধ্যমে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে।

মোস্তাফা জব্বার বলেন, ভাষার মাসে বাংলাদেশের তথ্য-প্রযুক্তিখাতের অগ্রগতির অন্যতম  মাইলফলক বেসিস সফটএক্সপো ২০১৮। এবারের আয়োজন পরিসরে যেমন বড় তেমনি বিশ্ব অঙ্গনে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতির পরিচয়ও বহন করছে।

হলোগ্রাফিক রোবট মায়ার সাহায্যে সফটএক্সপোর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী দিনে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় স্টার্টআপের ওপর সেমিনার। এছাড়া নেট নিউট্রালিটি এবং রোবোটিক্সের ওপর দুটি পৃথক পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়।

(এসএএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮)