বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সর্বশেষ ‘শিকারী’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সেই ধারাবাহিকতায় নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। নাম ‘ভাইজান এলো রে’।
ছবিটি পরিচালনা করছেন ‘শিকারী’ ছবির নির্মাতা জয়দীপ মুখার্জি। আগামী ১ মার্চ থেকে ভারতে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। আর এজন্যই কলকাতার উদ্দেশে উড়াল দিতে যাচ্ছেন শাকিব খান।
জানা গেছে, আগামী বুধবার সকালের ফ্লাইটে ঢাকা ছাড়ছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ১ মার্চ থেকে ছবির শুটিং শুরু হয়ে টানা ১৫ দিন চলবে। এই সময় ভারতেই অবস্থান করবেন তিনি।
জানা গেছে, আগামী ঈদকে সামনে রেখে ‘ভাইজান এলো রে’ ছবিটি নির্মিত হতে যাচ্ছে। কলকাতার পাশাপাশি এই ছবির শুটিং হবে লন্ডনে। ভক্তদের জন্য আগামী ঈদে নতুন চমক আসতে যাচ্ছে বলেই মনে করছেন ছবি সংশ্লিষ্টরা।
(আরআর/২৭ ফেব্রুয়ারি ২০১৮)