বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিরল রোগে আক্রান্ত ইরফান খান এমন টুইটে ভক্তরা বেশ চিন্তাতেই পড়েছিলেন। তবে কি রোগে আক্রান্ত ইরফান তা জানা যায় নি। তবে অনেকে অনুমান করে ছড়িয়েছেন ইরফান ব্রেন ক্যান্সারে আক্রান্ত! তবে সে খবর সত্য নয় বলে জানা গেছে।
তবে টুইটে ইরফান তার রোগ নিয়ে অদূরদর্শী কিছু চিন্তা করতে না করেছিলেন। তারপরও ভক্তরা নানা রকম রোগের কথা চিন্তা করে ছড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে ইরফানকে নিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন তার স্ত্রী সুতপা সিকদার।
ইরফানের সব ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন তার স্বামীকে শুভকামনা জানানোর জন্য। একইসাথে ইরফানের মতো করেই আবারও অনুরোধ জানিয়েছেন স্বামীর অসুখ নিয়ে না জেনে কোন কথা না ছড়াতে। সুতপার ভাষায়, আসুন, কী হয়েছে জানার জন্য আমরা নিজেদের মূল্যবান সময় ও শক্তির অপচয় না করি।
নিজের সেরা বন্ধু, স্বামী ইরফান তার কাছে যোদ্ধা, যে কি না সব বাধা অতিক্রম করতে পারে বীরদর্পে। সবার টেলিফোন, বার্তায় সাড়া দিতে না পারার জন্য দুঃখও প্রকাশ করেছেন সুতপা। জীবনের বিজয়ের নাচে কিছুদিনের মধ্যেই তার পরিবার সবার সাথে যোগ দেবেন বলে আশাবাদ ইরফানের স্ত্রীর।
এখন পর্যন্ত ইরফান খানের অসুস্থতার আসল কারণ জানা যায়নি। পরিচালক বিশাল ভরদ্বাজ বলেছিলেন, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরফান। তবে, সুতপা তার বার্তায় এ বিষয়ে কিছু লেখেননি।
(আরআর/১১ মার্চ ২০১৮)