বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদ ও হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের (বিএসসিসি) যৌথ আয়োজনে গতকাল রবিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কর্মীদের প্রত্যাশা ও ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যনেজমেন্টের তত্ত্বীয় ও বাস্তব অনুশীলনের মধ্যকার দূরত্বের মধ্যে সেতুবন্ধন রচনা করতে ও সাপ্লাই চেইন ম্যনেজমেন্টের বাস্তব ভিত্তিক প্রয়োগ আগামী দিনের নেতা তথা আজকের শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এ সেমিনারটি করে ড্যাফোডিল।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সাপ্লাই চেইন কাউন্সিলের সভাপতি এম নাঈম হোসেন, এইচআরডিআইর এর ডিন অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী ও ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ভারপ্রাপ্ত ডিন মাসুম ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সানোফি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুইন উদ্দিন মজুমদার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন পরিচালক আমিনুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিমেল হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন পরিচালক রাকিবুল আলম এবং কাফকোর প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী রাকিবুদ্দিন আহমেদ। সেমিনার শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ফারুক আহমেদ।
(এসএএম/ ১০ এপ্রিল ২০১৮)