Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 12:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকাঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আড়াইহাজার- গোপালদী সড়কের বগাদী এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।

গোপালদী ফাঁড়ির ওসি আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বগাদী এলাকায় পুলিশ একটি চল্লাশী চৌকি বসায়। এ সময় গোপালদী অভিমুখী একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাড়ীটি ফেলে পালিয়ে যায়।

পরে গাড়ী তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করাসহ গাড়ীটি জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ীর অজ্ঞাত চালক ও মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ওসি আরও জানান, মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(আর কে/ ২৬ মার্চ ২০১৭)