বিনিয়োগবার্তা ডেস্ক: প্রায় ২ মাস পর ওয়ানডে খেলে স্বরূপে ফিরেছে বাংলাদেশ দল। স্বাধীনতা দিবসে দেশকে ৯০ রানের জয় উপহার দিয়েছেন টাইগাররা। ম্যাচে ৭২ রানের ইনিংস ও ৮ ওভার বল করে একটি উইকেট নিয়ে জাত চিনিয়েছেন সাকিব আল হাসান।
বিশেষ দিবসটি উপলক্ষে বিশ্বের সেরা অলরাউন্ডার নিজ ফেসবুকে স্যালুট দিয়ে ছবি পোস্ট করেছেন। এতে লিখেছেন, যে জার্সি আমরা পড়ি, যে পতাকা আমরা বয়ে বেড়াই, যে দেশের জন্য আমরা খেলি, তার কিছুই হতো না যদি না ৩০ লাখ শহীদ ৪৬ বছর আগে তাদের জীবন না বিলিয়ে দিতেন। গভীর শ্রদ্ধায় স্মরণ করি আজ তাদের যাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এক দেশ। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
কয়েকদিন আগেই তিন ফরমেটের অলরাউন্ডারদের সেরার আসরে আবরো জায়গা করে নিয়েছেন তিনি। দলের শততম টেস্টের জয়ের অন্যতম নায়কও ছিলেন সাকিব।
(এমআইআর/ ২৬ মার্চ ২০১৭)