Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Apr 2025 20:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরটি জয় দিয়েই শুরু করলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতেই জয় তুলে নিয়েছে সফরকারীরা। কার্লোস ব্রাথওয়েটের দলকে ৬ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল।

বার্বাডোজে টস জিতে সরফরাজ প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ব্রাথওয়েটকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের ইনিংস ১১১ রানে গুটিয়ে যায়। যার জবাবে ১৭ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজবাহিনী।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পরে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় স্কোর একশোর আগেই অল আউট হওয়ার সম্ভাবনা দেখা দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ দিকে দলপতি ব্র্যাথওয়েট ২৭ বলে ৩৪ রানের হার না মানা ইনিংসের সুবাদে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ১১১ রান।

পাকিস্তানের হয়ে অভিষেকেই চমক দেখিয়েছেন শাদাব খান। ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।

জয়ের লক্ষ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। দলীয় ২৫ রানে সাজঘরে ফিরে যান শেহজাদ। তবে আরেক ওপেনার কামরান আকমলের ২২ এবং বাবর আজমের ২৯ রানে জয়ের দিকে এগিয়ে যায় পাকিস্তান। আর শেষ দিকে শোয়েব মালিক ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে ম্যাচ সেরা নির্বাচিত হন শাদাব খান।

সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রইল পাকিস্তান। আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

(এমআইআর/ ২৭ মার্চ ২০১৭)