Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘আলতাবানু’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
আসছে এপ্রিলে ছবির শুটিং শুরু হবার কথা।

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘আলতাবানু’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করবেন অরুণ চৌধুরী।

মমর সঙ্গে জুটি হবেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।
এর আগে মিলন-মমর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি মুক্তি পায়।
‘স্বপ্নবাড়ি’ নামে আরো একটি ছবিতে কাজ করছেন তারা। সেই হিসেবে মিলন-মম অভিনীত তৃতীয় ছবি ‘আলতাবানু’।

এ ব্যাপারে মম বললেন, এমন চলচ্চিত্রে কাজ করতে চাই যা দর্শকদের ভালো লাগার পাশাপাশি নিজেরও আত্মতৃপ্তি থাকবে। আশা করি এ ছবির মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।

সবশেষ মম অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তি পায়। শিহাব শাহীন পরিচালিত ছবিতে তার নায়ক ছিলেন আরিফিন শুভ।

(এমআইআর/ ২৭ মার্চ ২০১৭)