Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Apr 2025 21:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চট্টগ্রামের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে হারিয়ে ইমার্জিং কাপে শুভসূচনা করল বাংলাদেশ। মাত্র ২ উইকেট হারিয়েই হংকংয়ের দেওয়া ১২৬ রানের লক্ষ্যটা টপকে যায় লাল-সবুজের দল।

শুরুটা ভালোভাবে করলেও বাংলাদেশের বিপক্ষে হংকং শেষ পর্যন্ত ব্যাটিং করতে পেরেছে মাত্র ৩৫.১ ওভার। ২০ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮০ রান। কিন্তু এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১২৫ রানেই গুটিয়ে যায় ক্রিকেটবিশ্বের নবীনতম এই দেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.১ ওভারের মধ্যেই আট উইকেটের জয় তুলে নিয়েছেন মুমিনুলের দল।

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০তম ওভার শেষে হংকংয়ের রান ছিল ২ উইকেটে ৮০। বাংলাদেশের বোলারদের বিপক্ষে ক্রিকেটের নবীনতম দেশটির পারফরম্যান্স বেশ ভালোই বলতে হবে। ২২ ওভারে রাহাতুল ফেরদৌসের বলে বোল্ড হয়ে ফিরে যান নিজাকত খান। ২৫তম ওভারে ওয়াকাস খানকে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি করেন নাসির।

স্পিনাররা ভালো করছেন দেখে বল হাতে তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাবর হায়াতকে লেগবিফোরের ফাঁদে ফেলেন মুমিনুল। ৩২তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে হংকংকে গুটিয়ে দেওয়ার কাজটিও করেন ইমার্জিং কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মুমিনুল। এরপর ইহসান নেওয়াজকে ফেরান নাসির আর শেষ ব্যাটসম্যান হিসেবে এহসান খানকে ফিরিয়ে দিয়ে হংকংকে ১২৫ রানে গুটিয়ে দেন রাহাতুল। বল হাতে নাসির ও মুমিনুল তুলে নেন তিনটি করে উইকেট।

১২৬ রানের সহজ লক্ষ্যে নেমে সাইফ হাসান ও আজমির আহমেদের ৪৬ রানের উদ্বোধনী জুটিটা জয়ের ভিত গড়ে দেয়। আজমির ফিরলেও উইকেটে এসেই হংকংয়ের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন মুমিনুল। অধিনায়ক ১৪ বলে ২৭ রান করে এহসান খানের বলে আউট হলেও অপর প্রান্তে সাইফ খেলেন বিশ্বস্ততার সঙ্গে। তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান মিলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন। সাইফ হাসান ৪৭ বলে ৫৭ ও শান্ত ২৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। আগামীকাল একই ভেন্যুতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসাইন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসাইন ধ্রুব, নাসুম আহমেদ ও শাহেদ উদ্দিন।

(এমআইআর/ ২৭ মার্চ ২০১৭)