প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)। প্রতিবেদন অনুযায়ী ইপিএস বেড়েছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে বিএসসি‘র শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ইপিএস ২.৯১ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এ কোম্পানির ইপিএস প্রথম প্রান্তিকে ০.২৫ টাকা বেড়েছে।
এদিকে, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৬২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৬০৮.০০ টাকা। যা আগের বছরে একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭.৭২ টাকা (নেগেটিভ) এবং ৩০ জুন, ২০১৬ পর্যন্ত এনএভিপিএস ছিল ৬১০.০০ টাকা।
(এসএএম/ ১৬ ফেব্রুয়ারি ২০১৭)