প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) থেকে লাইসেন্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে এই লাইসেন্স নিবে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটির ২০৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের অভ্যন্তরীণ ট্র্যাফিকে নিক্সের মাধ্যমে এই ব্র্যান্ডউইথ সরবরাহ করা হয়। এর মাধ্যমে আর্ন্তজাতিক কনটেন্ট সরবরাহকারী এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সুবিধা হবে। এতে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে।
নিক্সের অবকাঠামো কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে কোম্পানিটি। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা।
আমরা গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বিদেশ থেকে যেসব ব্র্যান্ডউইথ বাংলাদেশে আসে তা এই লাইনেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে। এই লাইসেন্স সব প্রতিষ্ঠানের থাকে না।
তিনি বলেন, এই লাইসেন্স পেলে আমরা টেকনোলজির ওসব বিদেশি প্রতিষ্ঠানের ব্র্যান্ডউইথ অভ্যন্তরীণভাবে সরবরাহ করতে পারবে। তাতে কোম্পানির রেভিনিউ আসবে।
(এসএএম/ ০৯ মে ২০১৮)