প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ছবির গল্পটা শুনেছি। কিছু দৃশ্যও দেখেছি। ঘুরে দাঁড়ানোর গল্প, শক্তি আর সাহসের গল্প—আমরা যে ধরনের কাজ করি, তার সঙ্গে খুব মিলে যায়। এটা একটা মেয়ের গল্প। মেয়েটা সার্কাসে কাজ করে। জীবনটাই তো সার্কাস। এখানে যেমন রং আছে, তেমনি বেদনাও আছে।’ চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমী এসব কথা বলেন। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট এবার নতুন একটা ছবির গান করছে। ছবির নাম ‘বিউটি সার্কাস’। পরিচালক মাহমুদ দিদার।
সুমী বলেন, ‘মাহমুদ দিদার অনেক দিন থেকেই ছবির টাইটেল ট্র্যাকটি করার জন্য আমাদের অনুরোধ করছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে তাঁর সঙ্গে বসা হয়নি। এবার আলোচনা করেছি। সবকিছু চূড়ান্ত হয়েছে। আমরা গানটা করছি, এটা নিশ্চিত।’
সুমী জানালেন, এরই মধ্যে তিনি গানের কথা লিখেছেন। কিন্তু তা এখনই সবাইকে জানাতে চান না। কারণ, সুর দেওয়ার সময় অনেক কিছু পরিবর্তন করতে হয়। ঈদের পর গানটির সুর দেওয়ার কাজ করবেন।
‘বিউটি সার্কাস’ ছবির কিছু দৃশ্য দেখার অভিজ্ঞতা থেকে বললেন, ‘এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি প্রতিভাবান অভিনেত্রী। ছবিতে তাঁর কাজ দারুণ লেগেছে। ছবিটি খুব কালারফুল। শুধু বিনোদন দেওয়ার জন্য বিনোদন না, এই ছবির গল্প মানুষকে অনেক শক্তি জোগাবে, সাহস পাবে চলচ্চিত্রটি দেখে। আমরা গানটি সেভাবেই তৈরির চেষ্টা করছি।’
‘বিউটি সার্কাস’ ছবির জন্য মাহমুদ দিদার সরকারি অনুদান পেয়েছেন। জানা গেছে, ছবির শুটিং শেষ, এখন সম্পাদনার কাজ চলছে।
নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটির জন্য চিরকুটকেই বেছে নিয়েছি। গানের কথা চূড়ান্ত হয়েছে। আশা করছি, ঈদের পর গানটি রেকর্ড করা হবে। গানটি তৈরি হওয়ার পর এর দৃশ্যায়নে অংশ নেবে ছবির পুরো টিম।’
‘বিউটি সার্কাস’ ছবির শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। নওগাঁ আর মানিকগঞ্জে সার্কাসের বিশাল আয়োজনে শুটিং হয়েছে। এখানে ‘সার্কাস কন্যা বিউটি’ চরিত্র অভিনয় করেছেন জয়া আহসান। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন প্রমুখ। সরকারি অনুদানের এই চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী ইমপ্রেস টেলিফিল্ম।
সুমী জানান, এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও ‘ডুব’, অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজী’, অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ আর তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ ছবিতে গান করেছে চিরকুট। ‘বিউটি সার্কাস’ চিরকুটের ষষ্ঠ চলচ্চিত্র। তবে চিরকুট এবার একটি ছবির সব কটি গান তৈরি করছে। ছবির নাম ‘দাহকাল’। পরিচালক ধ্রুব হাসান। এই ছবিতে গান থাকছে পাঁচটি। সব কটি গানের কথা আর সুর করছে চিরকুট। গানগুলোতে কণ্ঠ দেবেন বিভিন্ন শিল্পী।
(কেএইচকে/ ২৬ মে ২০১৮)