Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 12:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বগুড়া প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আব্দুল্লাহ আল-হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে থানা কম্পাউন্ডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আব্দুল্লাহ আল-হাসান অফিসে আসেন। পরে তিনি বাসায় যান। এরপর তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি আব্দুল্লাহ আল-হাসানকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল-হাসানের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামে। তার বাবার নাম হযরত আলী।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি বগুড়ার গাবতলী মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি পাবনা সদর থানায় কর্মরত ছিলেন।

বর্তমানে তার মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

(এমআইআর/ ২৯ মার্চ ২০১৭)