Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, মৌলভীবাজার: মৌলভীবাজারের সন্দেহভাজন দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াট টিম।বুধবার বিকেল ৫টার দিকে সোয়াটের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ইতোমধ্যে জঙ্গি আস্তানা দুটির গ্যাসের লাইন বিচ্ছিন করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে ওই দুই জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির দুই কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ওই এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল রহমানের মালিকানাধীন।

 

(ইউএম/ ২৯ মার্চ ২০১৭)