Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে দুইটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আদেশ কার্যকরের পর ৫০ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নতুন ভাবে জারি করা আদেশের একটিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটি আদেশে বৈদেশিক বাণিজ্যের অপবব্যহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে।

ট্রাম্প বলেন, এসব পদক্ষেপের ফলে আবার আমেরিকায় পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে চীনের সঙ্গে আমাদের দেশের যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে- তা মোকাবেলায়ও সহায়তা করবে। আর ৫০ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিদেশি পণ্য নির্মাতারা যেন আমেরিকায় তাদের পণ্য অন্যায্য দামে বিক্রি করতে না পারে- সেদিকে লক্ষ্য রেখে যুক্তরাষ্ট্রের আইনে কিছু কড়াকড়ি আরোপ করা যেতে পারে।

এদিকে কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এসব বাণিজ্য ঘাটতি কমাতে নতুন আদেশ জারি করলেন ট্রাম্প

 

(ইউএম/ ১ এপ্রিল ২০১৭)