Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Apr 2025 07:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে খুব সহজে লাভবান হওয়া যায়; আবার এখানে লোকসানের আশঙ্কা এবং ঝুঁকিও অনেক বেশি। তাই পুঁজিবাজারের বিনিয়োগে লাভের সঙ্গে লোকসানের ঝুঁকিও নিতে হয় বিনিয়োগকারীদের।

ইবিএল সিকিউরিটিজ চট্টগ্রামের আগ্রাবাদ শাখা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমবিএ এর সভাপতি মোহাম্মদ সায়েদুর রহমান।

তিনি আরও বলেন, কোম্পানি সম্পর্কে গবেষণা করে সব জেনে-বুঝে বিনিয়োগ করা হলে লোকসানের চেয়ে লাভের সম্ভাবনাই বেশি থাকে। তাই বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরে এবং কোম্পানির আয়-ব্যয় হিসাব করে বিনিয়োগ করতে হবে। গুজবে কান দিয়ে কিংবা ধার দেনা করে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। নিয়ম মেনে বিনিয়োগ করলে মুনাফা আসবে।

সায়েদুর রহমান বলেন, অর্থনীতির উন্নতির সঙ্গে পুঁজিবাজারও সম্পৃক্ত। যে দেশের পুঁজিবাজার যত বেশি উন্নত; সে দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ; আর অর্থনীতির প্রবৃদ্ধিও অনেক শক্তিশালী হয়। তাই অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে পুঁজিবাজারের উন্নয়ন প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০১০ সালের পর থেকে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিনিয়োগকারীদের ফিন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ দিচ্ছে বিএসইসি। শক্তিশালী পুঁজিবাজারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো আমরা।

ইবিএল সিকিউরিটিজের শাখা ব্যবস্থাপক রেদুয়ানুল আহমেদের সঞ্চালনায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা বিভাগের প্রধান আশরারুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন ইবিএল সিকিউরিটিজের প্রধান পরিচালন কর্মকর্তা হুমায়ুন কবির; চট্টগ্রাম অঞ্চলের প্রধান শহিদুল ইসলাম রাশেদ প্রমুখ।

এ প্রশিক্ষণ কর্মশালায় ৮০ জন বিনিয়োগকারী অংশ নেন।

(এসএএম/ ০২ এপ্রিল ২০১৭)