Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকা থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে দিকে কোষ্টগার্ড কমান্ডার (মাওয়া) মো. সাইফুল্লা বাহার এর নেতৃত্বে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড কমান্ডার (মাওয়া) মো. সাইফুল্লা বাহার জানান, রবিবার ভোররাত ৫টার দিকে নিষিদ্ধ এসব জাটকা মাওয়া চৌরাস্তা এলাকা হয়ে ঢাকায় যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, পরবর্তীতে বেলা সাড়ে ৭টার দিকে উপজেলা মৎস্য অফিসার মো. ইদ্রিছ তালুকদারের উপস্থিতিতে মাওয়া এলাকা সংলগ্ন চৌরাস্তায় জব্দকৃত মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাতে বিতরণ করা হয়েছে।

 

(ইউএম/ ২ এপ্রিল ২০১৭)