Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Apr 2025 04:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা শহরের এক মাজারের খাদেমের হাতে নারীসহ ২০ ভক্ত খুন হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

ওই এলাকার আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি দিয়ে ওই ভক্তদের হত্যা করেছেন।

সারগোদার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, সারগোদার জেলা হাসপাতালে ভর্তি হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকাণ্ডের খবর দেন।

ওই নারী পুলিশকে জানিয়েছেন, খাদেম ওয়াহেদ তার ভক্তদের ফোন করে মাজারে আসতে বলেন। পরে তাদেরকে একজন একজন করে তার কক্ষে ডেকে পাঠান। সেখানে তাদেরকে মাদকজাতীয় দ্রব্য সেবন করান এবং তাদেরকে নগ্ন হওয়া নির্দেশ দেন। পরে তাদেরকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পারার পর দ্রুত ওই মাজারে ছুটে যায় এবং ওয়াহেদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে প্রথমে তিন নারী ও ১৬ পুলিশের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, খাদেম ওয়াহেদ লাহোরের বাসিন্দা এবং সে পাকিস্তানের নির্বাচন কমিশনে চাকরি করে।

 

(ইউএম/ ২ এপ্রিল ২০১৭)