প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে আগামী ১৭ এপ্রিল। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ৩ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শেষ হবে ১৩ জুন। আগে ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।
(এমআইআর/ ০২ এপ্রিল ২০১৭)