Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন অভিনেত্রী বিদ্যা বালান। তবে, সেটা বাস্তবে নয় চলচ্চিত্রে। মূলত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ। সেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান।

ভারতীয় সংবামাধ্যম জানায়, সাগরিকা ঘোষের ‘ইন্দিরা: ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ বই অবলম্বনেই নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজ। যদিও প্রথম দিকে এটা সিনেমা হিসেবে নির্মাণের কথা শোনা যায়। তবে বিদ্যা বালান বলেছেন, একটি সিনেমার জন্য যা দরকার, তার থেকে বেশি উপাদান আছে এই বইয়ে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়েব সিরিজ বানানোর।

আর এই ওয়েব সিরিজের প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা। তবে, কখন ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

(এএইচএন/ ১২ আগস্ট ২০১৮)