প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আজ (৩ এপ্রিল) জাতীয় চলচিত্র দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) এ দিবসটি ঘিরে নানা অনুষ্ঠান সাজিয়েছে। বিএফডিসি চত্বরে চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, ‘জাঁকজমকভাবে এবারের জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হবে। সকাল থেকেই সিনিয়র শিল্পীসহ চলচ্চিত্রের সংশ্লিষ্টরা এফডিসিতে উপস্থিত থাকবেন।’
তিনি আরও বলেন, ‘এবার আমন্ত্রিত অতিথির বাইরে বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নিবেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। এরপর দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা প্রদর্শন করা হবে। সন্ধ্যায় থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।’
নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, নূতন, বাপ্পী, সাইমন, জায়েদ খান, ওমর সানি, আমিন খান, মৌসুমী, পূর্ণিমা, রিয়াজ, মিষ্টি জান্নাত, মাহি, পরী মণি, অমৃতা খান, বিপাশা কবির, পিয়া, অধরা খান, সাদিয়া আফরিন, মিশা সওদাগরসহ চলচ্চিত্রশিল্পীরা উপস্থিত থাকবেন এই আয়োজনে।
(এসএএম/ ০৩ এপ্রিল ২০১৭)