Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি যুক্তরাষ্ট্র একাই মোকাবেলা করতে সক্ষম। এক্ষেত্রে চীনসহ অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না। এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (২ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘যদি চীন উত্তর কোরিয়াকে বিতর্কিত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে ফেরাতে না চায়, তবে এ হুমকি মার্কিন প্রশাসন একাই মোকাবেলা করবে। আর এ সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।’

ট্রাম্প আরো বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব আছে। তাই চীনকেই সিদ্ধান্ত নিতে হবে যে, সে দেশটিকে সহায়তা করবে নাকি করবে না। যদি সহায়তা বন্ধ করা হয় তবে তা চীনের জন্যও ভালো হবে। নতুবা তা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।’

তিনি এমন এক সময় এ মন্তব্য করলেন যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হতে চলতি সপ্তাহেই শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তবে উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে একাই কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প।

প্রসঙ্গত, সবশেষ গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্র দাবি করে উত্তর কোরিয়া নতুন করে আরেকটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। দেশটির আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার অংশ হিসেবেই এ পরীক্ষা চালানো হয়।

এর আগে ১৯ মার্চ দেশটির অপর একটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর খবর আসে। এসময় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এ পরীক্ষাকে দেশটির রকেট ইন্ডাস্ট্রির ‘নবজন্ম’ বলে মন্তব্য করেন। এর মধ্য দিয়ে দেশটি বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।

৬ মার্চ উত্তর কোরিয়া জাপান সাগরে পর পর চারটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সিরিজ পরীক্ষা চালায়। এ ধরনের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক মহড়ার জবাবে এ পরীক্ষা চালানো হয়।

তারও আগে গত ১২ ফেব্রুয়ারি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যমপাল্লার পুকগুকসং-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর এটিই ছিল দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

এদিকে নতুন একটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে উত্তর কোরিয়া। গত ৩০ মার্চ উপগ্রহ চিত্র থেকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিশ্লেষক সংস্থা। এর আগে একই ধরনের তথ্য জানায় মার্কিন সেনাবাহিনী। এ পরীক্ষা চালানো হলে তা হলে ট্রাম্প প্রশাসনের ওপর দেশটির প্রত্যক্ষ হুমকি।

সূত্র: বিবিসি ও সিএনএন

(এমআইআর/ ০৩ এপ্রিল ২০১৭)