Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 01:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল সোমবার বিকালে প্রকাশিত হয়েছে। সারাদেশের ১ হাজার ৭২৯টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণের হার ৯৫.২৮%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে এবং মোবাইল থেকে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে deg লিখে স্পেস দিয়ে reg নম্বর লিখে স্পেস দিয়ে 16222 নম্বরে পাঠাতে হবে।

প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩ মে তারিখ পর্যন্ত অনলাইনে (www.nubd.info) আবেদন করা যাবে।

 

(এমআইআর/ ০৩ এপ্রিল ২০১৭)