Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সিয়াম আহমেদ। ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। বোকা বাক্সের সাফল্যের পর পা রাখেন বড় পর্দায়। ‘পোড়ামন ২’ দিয়ে রীতিমত বাজিমাত করেন সিয়াম। পূজা চেরির সঙ্গে তার এই ছবি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। ব্যবসায়িক দিক দিয়েও ছবিটি সাফল্য পায়।

সেই ধারাবাহিকতায় সিয়াম আসছেন নতুন ছবি ‘দহন’ নিয়ে। এই ছবিতেও তার নায়িকা পূজা চেরি। পরিচালক হিসেবেও আছেন ‘পোড়ামন ২’র রায়হান রাফি। ছবির শুটিং শেষ প্রায়। বর্তমানে চলছে গানের দৃশ্যায়ন। শিগগিরই ছবিটির মুক্তির ঘোষণা আসবে।

এমনই সময়ে নায়ক সিয়াম জানালেন এক চমকপ্রদ খবর। ‘দহন’ ছবিতে সিয়াম গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘মাতাল’। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফেসবুক লাইভে এসে সিয়াম নিজেই বিষয়টি জানান।

সিয়াম বলেন, দিনটি আমার জন্য বিশেষ দিন। জীবনে প্রথম কোনো গানে কণ্ঠ দিলাম। যেটা অসম্ভব ঘটনা। তবে আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদের পুরো গান শুনতে হবে না। আমি কেবল গানের র‍্যাপ অংশ গেয়েছি। এই গানের মাধ্যমেই ‘দহন’ ছবিতে ‘তুলা’ চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে।

‘মাতাল’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। গানটির মূল ভোকালে থাকছেন বাংলাদেশি আইডল খ্যাত আরিফ।

গানটি প্রসঙ্গে আকাশ সেন বলেন, সিয়াম এই সময়কার সবচেয়ে সম্ভাবনাময়ী নায়ক। তার অভিনয় কেমন, সেটা ইতোমধ্যেই দর্শকরা জেনে গেছেন। তবে অভিনয়ের বাইরে সে যে এতো ভালো র‍্যাপ গাইতে পারে, এটা সত্যিই অবাক করার মতো।

‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা চেরি ছাড়া আরো অভিনয় করছেন জাকিয়া বারী মম। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

(কেএইচকে / ১৫ সেপ্টেম্বর ২০১৮)