Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জাতিসংঘ জনসংখ্যা তহবিলে (ইউএনএফপিএ) দেয়া অর্থ বরাদ্দ প্রত্যাহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার পরে জাতিসংঘের কোনো কর্মসূচি থেকে মার্কিন প্রশাসনের বরাদ্দ প্রত্যাহারের ঘটনা এটাই প্রথম।

২০১৭ সালের বাজেটে এ তহবিলের ৩ কোটি ২৫ লাখ ডলার প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ইউএসএআইডি’র আওতায় এ অর্থ ইউএনএএফপিকে দেয়া হত।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল বিশ্বের ১৫০টিরও বেশি দেশে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। তবে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এ কর্মসূচি জোরপূর্বক গর্ভপাত ও জন্ম নিয়ন্ত্রণে মানুষদের বাধ্য করে। এক্ষেত্রে
গতকাল সোমবার (৩ এপ্রিল) দেয়া স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে চীনের উদাহরণ দেয়া হয়েছে। আর এ কারণ দেখিয়ে জনসংখ্যা তহবিলের বরাদ্দ প্রত্যাহার করা হচ্ছে।

নির্বাচনী প্রচারের সময় থেকেই গর্ভপাতের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন ট্রাম্প। তার ক্ষমতা নেয়ার পরে মার্কিন মুলুকে গর্ভপাত বিরোধী আন্দোলনের পালে হাওয়া লেগেছে। নতুন করে জনসংখ্যা তহবিলের বরাদ্দ প্রত্যাহারের সিদ্ধান্ত এ আন্দোলনকে আরো বেগবান করবে বলে বিশ্লেষকদের মত।

শপথ নিয়েই জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অর্থ বরাদ্দের পরিমাণ কমানোর ঘোষণা দেন ট্রাম্প। তার মতে, এসব বরাদ্দ যুক্তরাষ্ট্রের সম্পদের অপচয়। তিনি জাতিসংঘে বরাদ্দ কমিয়ে, নেই অর্থ নিজ দেশের অবকাঠামো খাতে ব্যয় করতে চান।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, বিশ্বব্যাপী আইন মেনেই এ কর্মসূচি কাজ করে থাকে। কোথাও আইন ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি মানুষের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ইউএনএফপিএ শুধু মানুষকে এ বিষয়ে সচেতন করে। সিদ্ধান্ত নেয়ার ভার একান্তই ব্যক্তিগত।

(এমআইআর/ ০৪ এপ্রিল ২০১৭)