প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ০৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে সরকার। সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলিরা দিবসটিপালন করেছে নানা অনুেষ্ঠানের মধ্য দিয়ে। তবে গতকাল সকালে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এফডিসিতে দেশের চলচ্চিত্র তারকাদের দেখা উল্লেখযোগ্য হারে না মেলায় সিনিয়র শিল্পীদের মাঝে ক্ষোভ দেখা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, চলচ্চিত্র আমাদের সুখ-দু:খ, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। এ অনুষ্ঠানটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে আমরা আশা রাখছি।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি কম হওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গুণী চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘চলচ্চিত্রশিল্পীদের জন্য আজকের দিনটি বিশেষ একটি দিন। সকাল থেকে রাত পর্যন্ত চলচ্চিত্রশিল্পীদের মিলনমেলা হওয়ার কথা এফডিসিতে। কিন্তু সিনিয়র কয়েকজন ছাড়া এ সময়ের চলচ্চিত্রশিল্পীদের অনেককেই দেখিনি। এটা দুঃখজনক।’
গত বছরের চলচ্চিত্র দিবসে চলচ্চিত্রকর্মীদের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নায়করাজ রাজ্জাক। এ বছর সকালে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধনীতে এসে নায়করাজ বলেন, ‘সিনিয়ার শিল্পীদের মধ্যে আমি এসেছি, সৈয়দ হাসান ইমাম এসেছেন। সেই হিসেবে এখনকার তথাকথিত তারকাদের উপস্থিতি নেই। প্রধানমন্ত্রী এ দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছেন। একটা দিন শুটিং বন্ধ রেখে হলেও এই মিলনমেলায় অংশ নেয়া দরকার।’
এর আগে গত ০১ এপ্রিল সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল আগের চারবারের চেয়ে জমকালোভাবে এফডিসিতে দিবসটি পালন করা হবে। দিনের পুরোটা সময় চলচ্চিত্রশিল্পীরা উপস্থিত থাকবেন। কিন্তু সৈয়দ হাসান ইমাম, নায়করাজ রাজ্জাক, সিমলা, অমিত হাসান, ওমর সানি, ছাড়া তেমন কোনো তারকা চলচ্চিত্রশিল্পীর উপস্থিতি চোখে পড়েনি। দিনের শুরুতে আয়োজনেও ছিলো না কোন জমকালো ভাব।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘অনেকেই আজকে চলচ্চিত্রের মাধ্যমে গাড়ি-বাড়ি করেছেন। একেবারে শূন্য থেকে বিশাল তারকা হয়েছেন। অথচ তারা যদি এই চলচ্চিত্রকে অবহেলা করে। এটা দুঃখজনক।’
এফডিসি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানে অনেক তারকা শিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান গেয়েছেন আসিফ আকবর, এস আই টুটুল, ন্যান্সি, কণাসহ অনেকে। এছাড়াও ছিল রিয়াজ, মৌসুমী, ওমর সানি, সাইমন, বাপ্পী, কাজী মারুফ, মিষ্টি জান্নাত, পরী মণিসহ সিনিয়র শিল্পীদের পরিবেশনা।
(এসএএম/ ০৪ এপ্রিল ২০১৭)