বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্কারের ৯১তম অ্যাওয়ার্ড আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এ ঘোষণা দিয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মলনের এমনটি জানান বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
এ বছর অস্কারের জন্য বাছাই প্রক্রিয়ায় মাত্র দুটি ছবি জমা পড়ে। একটি ফারুকীর ‘ডুব’ এবং অন্যটি ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশের অস্কার কমিটিসহ ‘ডুব’-এর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং ছবির প্রযোজক আবদুল আজিজ ও অভিনেত্রী তিশা।
আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস।
(এমআইআর/ ২৩ সেপ্টেম্বর ২০১৮)