Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৮ অর্থবছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রমাগত নতুন বাজার সম্প্রসারণের জন্য মাইক্রোসফট এর ‘টপ-ইয়ার-অন ইয়ার গ্রোথ ফর সাউথইস্ট এশিয়া (এসইএ) নিউমার্কেটস এফওয়াই-১৮’ পুরস্কার পেয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল)।

এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এই  পুরস্কার-প্রাপ্তি প্রযুক্তিগত উৎকর্ষ ও সর্বোচ্চ গ্রাহকসেবায়‘আমরা’র অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি  খাতের একটি গৌরবময় অর্জন।

গত ১৯-২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককের এথনি  হোটেলে পুরস্কার-প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি দেশে থাকা মাইক্রোসফট-এর বড় অংশীদারদের সঙ্গে ‘আমরা’ এই সম্মানজনক স্বীকৃতি অর্জনের সুযোগ পেয়েছে। ‘আমরা’র কাছে এই পুরস্কার তুলে দেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোসফট নিউমার্কেটস এর মহাব্যবস্থাপক সুকহুনচিয়া।

আমরা টেকনোলজিস লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম বলেন, এটি  যেকোনো বাংলাদেশি কোম্পানির জন্য গৌরবের মুহূর্ত। ‘আমরা’তে আমরা প্রতিনিয়ত উন্নতি করছি গ্রাহকদের অনুধাবনের মাধ্যমে। আমাদের কর্মী ও গ্রাহকদের এই মেলবন্ধন আমাদের ক্রমাগত প্রবৃদ্ধিকে  সবসময়ই তরান্বিত করেছে।

(এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৮)