নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ইয়ুথ ফেস্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আগামী ৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বেসিসের ২০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, বেসিসের ২০ বছরের পথচলার গল্প, অর্জন, তথ্যপ্রযুক্তি খাতে বেসিসের অবদান, আন্তর্জাতিক সহযোগীদের সাথে চলমান মেলবন্ধনের অগ্রযাত্রা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নির্ধারিত ভবিষ্যত করণীয়সমূহ আমরা এ অনুষ্ঠানমালার মাধ্যমে তুলে ধরবো।
বেসিস সভাপতি আলমাস কবির বলেন, বেসিস সদস্য প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি অংশীজন হিসেবে বেসিসের সকল সহযোগী সরকারি, বেসরকারি এবং দেশি-বিদেশি সংগঠনসমূহ ২০ বছর পূর্তি উৎসবে অংশ নেবেন। পাশাপাশি থাকবে বেসিস স্টুডেন্টস ফোরাম ও উইমেনস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিতব্য নানা আয়োজন।
স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আয়োজিত ইয়ুথ ফেস্ট, উইমেন ফোরামের উদ্যোগে সেলিব্রেটিং উইমেন অ্যাট ওয়ার্ক, বেসিস সদস্যদের জন্যে সেবা সপ্তাহ, বেসিস সদস্যদের জন্যে নতুন সেবার উদ্বোধন, ২০ বছরে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রা নিয়ে সেমিনার, দেশি-বিদেশি সহযোগীদের নিয়ে নেটওয়ার্কিং অনুষ্ঠান, ২০ বছরের বেসিসের অগ্রযাত্রা নিয়ে হিস্টরি বুক উন্মোচনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইয়ুথ ফেস্টের আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক বলেন, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প এর সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে যে ‘ইয়ুথ ফেস্ট’ এর আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে সরাসরি ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ, এলআরবি ব্যান্ডের কনসার্ট, শিক্ষার্থীদের তৈরি তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রকল্প প্রদর্শন, দেশসেরা তথ্য প্রযুক্তিবিদদের অংশগ্রহণ, বেসিসের সদস্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা ও তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রয়োগিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা।
ইয়ুথ ফেস্টে যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশবিদ্যালয়) এর শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে অংশ নিতে পারবে। ইউথ ফেস্টে অংশগ্রহণে আগ্রহীদের বেলা ২:০০ টার মধ্যে উপস্থিত হতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ তৌহিদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং বেসিস ইয়ুথ ফেস্টের আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক।
(এসএএম/ ০১ সেপ্টেম্বর ২০১৮)